চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। একই সাথে লঞ্চঘাট থেকে আরও ২ ছিনতাইকারিকে আটক করা হয়েছে।
শনিবার (১ জুন) দুপুর ২টায় চাঁদপুর মডেল থানা পুলিশ প্রেস বিফিং এর মাধ্যমে এই তথ্য জানান। এর আগে ৩১ মে দুপুরে এবং বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাশ্ববর্তি শরিয়তপুর জেলার কাউছার (২০), সোহেল (১৯), আব্দুল কুদ্দুস (২৩), মো. নোমান (১৮)। লঞ্চঘাট থেকে আটকৃতরা হলেন, শহরের যমুনা রোড় এলাকার ফারুক হোসেন ও মোস্তফা হাওলাদার।
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, পবিত্র ঈদ উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের প্রচন্ড ভিড় হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইকারিরা নৌ- লঞ্চ এবং ঘাটে তৎপর রয়েছে।
৩১ মে শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা এমবি সোনার তরী-৭ লঞ্চে আটকৃত ৪ ছিনতাইকারি হৃদয় নামের এক যুবককে ছাদে নিয়ে হাত পা বেঁধে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে অন্যান্য যাত্রীরা পুলিশকে খবর দেয়। পরে থানা এসআই রেজাউল করিম তাদের আটক করে। এ বিষয়ে ভুক্তভৌগী হৃদয়বাদী হলে মডেল থানায় মামলা দায়ের করেছে।
ওসি হারুনুর রশীদ আরও জানান, একই দিনে লঞ্চঘাট থেকে অপর ২ ছিনতাইকারীকে আটক করে মডেল থানার এসআই অরুপ চক্রবর্তী।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নৌ-পথে লঞ্চযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করণে এবং যাত্রী হয়রানী বন্ধে ব্যপক পরিকল্পনা এবং ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
লঞ্চযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে ও নিরাপত্তা প্রদানে ঘাটে মোবাইল কোর্ট পরিচালনাসহ মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
১ জুন ২০১৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur