ফরিদগঞ্জ

ছেলেধরা সন্দেহে ফরিদগঞ্জে মানসিক প্রতিবন্ধীকে গণধোলাই : আটক ৫

পদ্মা সেতুর গলাকাটা গুজুবে কান দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে এক বৃদ্ধা মানসকি প্রতিবন্ধী নারীকে গণধোলাই দিয়েছে অতি উৎসাহী কিছু জনতা। পরে গণধোলাইর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফরিদগঞ্জ পুলিশ প্রশাসনের টনক লড়ে।

ঘটনার বিবরন সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক নাইরকেলতলা নোয়া বাড়ীর নূর আলমের বসতঘরের সামনে বৃদ্ধা মহিলাকে দেখে খোরশেদ নামের এক লোক। ছেলেধরা সন্ধেহে সে প্রথম ডাক চিৎকার করে আশপাশের মানুষ জড়ো করে এলোপাতাড়ি মারতে থাকে। খবর শুনে পাশের গল্লাক বাজার থেকে আরো এক দল উৎসুক জনতা চুটে এসে গণধোলাইয়ে অংশ নেয়।

অবলা ও প্রতিবন্ধী নারীকে কোন কথা বলার সুযোগ না দিয়ে ছোট থেকে বড় সব শ্রেণির মানুষ মানবিকতা আর বিবেক বিসর্জন দিয়ে আঘাত করতে থাকে।

পরে স্থানীয় চেয়ারম্যান আ. গনি পাটওয়ারী বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিজান ভদ্র, খোকন আখন্দ ও বিপ্লব পাটওয়ারীসহ গনমান্যঘন মহিলাকে উদ্ধার করে। পরে এ ঘটনার সত্যতা জানতে গিয়ে দেখে সে অমানুষিক প্রতিবন্ধী। বৃদ্ধা মহিলার সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকায় সেখানে তার পরিচয় পাওয়া গেছে। ওই পরিচয়পত্র তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী গ্রামের মৃত মুসলিম খার মেয়ে জুলেখা বেগম (৬০)।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর আলমসহ সংঙ্গীয় পোর্স ঘটনাস্থল থেকে বৃদ্ধা জুলেখা বেগমকে উদ্ধার করে। সে সাথে গণধোলাইর ভিডিও ফুটেজ দেখে ৩ জনকে আটক করে। আটকৃতরা হলেন, নারকেলতলা পালের বাড়ীর শহীদউল্ল্যা’র ছেলে সুমন (২৮), সেকান্তরের ছেলে জলিল (৫০), একই গ্রামের ইউসুফ (৩০), ইব্রাহীম (২৮) ও জসিম ( ২০)।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব বলেন, এ ঘটনাটি আসলে দুঃখজনক, মানুষিক প্রতিবন্ধীর উপর নির্মমভাবে আঘাত করা হয়েছে। মহিলার চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনার জড়িত ৫ জনকে এরইমধ্যে আটক করা হয়েছে। আসাকরি এ ঘটনার পর চাঁদপুর- জেলায় এ ধরনের গুজুবে মানুষ কান দিবে না।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
১১ জুলাই ২০১৯

Share