নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী। শিগগিরই নাকি তাদের আংটি বদল হবে! বর্তমানে তার জুটি বেঁধে অভিনয় করছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ -২’। পরিচালক দেবাশীষই দিলেন এই আংটি বদলের খবর। এটাও জানালেন সিনেমার প্রয়োজনেই এই আয়োজন।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আগামী সপ্তাহে শেষ পর্যায়ের শুটিং করব শাকিব খানের শুটিংবাড়িতে। সেখানে অপু বিশ্বাস ও নায়ক বাপ্পীর আংটি বদল হবে। আংটি বদলের এই অনুষ্ঠানটিতে একটি গান ব্যবহার করা হবে। এরই মধ্য দিয়ে আমি আমরা ছবির শুটিং শেষ হবে।’
দেবাশীষ বিশ্বাস আরো বলেন, ‘এই ছবিটি একেবারেই বিনোদনমূলক একটি ছবি। দর্শক যতক্ষণ ছবিটি দেখবে, ততক্ষণ আনন্দ নিয়ে দেখবে। আমাদের বেশির ভাগ ছবির বিরুদ্ধে অভিযোগ আছে যে হল থেকে বের হওয়ার পর ছবির গল্প মনে থাকে না। এ বিষয়ে আমি বলব, আমার ছবির গল্প আপনার মনে থাকবে।’
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করছেন। ২০০১ সালে দেবাশীষ পরিচালিত, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল।
বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur