Home / চাঁদপুর / চাঁদপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা
anti-corruption-workshop

চাঁদপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা

স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক (ইএএলজি)” প্রকল্পের কারিগরি সহযোগিতায় ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের অংশগ্রহণে ১৮ সেপ্টেম্বর জেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী ।

এসময় তিনি বলেন, হয়রানিমুক্ত মানসম্মত সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে হবে। সেবা না দিয়ে দুর্নীতি করলে, আগামী প্রজন্ম অন্ধকারে চলে যাবে। আর ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতি থেকে দূরে রাখতে হলে দেশ প্রেমকে জাগিয়ে তুলতে হবে। নিজে যদি দুর্নীতি মুক্ত থাকা যায়, তাহলেই দুর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করা সম্ভব।

চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার।

ইএএলজি”প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নুরউদ্দিন মামুনের পরিচালনায় কর্মশালাতে ২টি ব্যাচে ইএএলজি”প্রকল্পভূক্ত চাঁদপুর সদর ,হাইমচর,
কচুয়া,ফরিদগঞ্জ,হাজীগঞ্জ, শাহরাস্তি ,মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সচিবসহ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রতিবেদক : আনোয়ারুল হক, ১৮ সেপ্টেম্বর ২০১৯