Home / চাঁদপুর / চাঁদপুরে এক টাকায় ঈদের নতুন পোশাক পেলো পথশিশুরা
alor-jatra

চাঁদপুরে এক টাকায় ঈদের নতুন পোশাক পেলো পথশিশুরা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এক টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে ‘আলোর যাত্রা’ সংগঠন। শনিবার (১০ অগস্ট) চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে বিভিন্ন বয়সের ৪০ জন অসহায় শিশুকে মাত্র এক টাকার বিনিময়ে পোশাক দেয় সংগঠনটি।

আলোর যাত্রা সংগঠনের প্রতিষ্ঠাতা রেজা শাহীন জানান, সমাজের অসহায় শিশুদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই তাদের এই উদ্যোগ। শিশুদের কাছ থেকে মাত্র এক টাকা নেয়া হয়েছে এর কারণ হলো, তারা যাতে এটা ভেঙে কষ্ট না পায় তাদের কেউ দান করেছে কিংবা বিনা টাকায় তারা পোশাক পেয়েছে। তারা এটা ভাবতে পারবে যে নিজের টাকায় ঈদের নতুন পোশাক কিনেছে তারা।

এসময় লায়ন মাহমুদ হাসান খান, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, আলোর যাত্রারর সভাপতি সুজন খান, সাহিত্য সম্পাদক: নোমান হোসেন রাজু, অর্থ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মানিক হোসেন, সাহিত্য মঞ্চের সাংস্কৃতীক সম্পাদক মারিয়া ফারজানা, নির্বাহী সদস্য আলামিন হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ১০ আগস্ট ২০১৯