চাঁদপুরে সমাজসেবা অধিদফতরাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের বর্ধিত বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫ শ ৯টি ভাতার বহি বিতরন করা হয়েছে।
রোববার (১২ মে) সকালে শহরের পৌর পাঠাগারে চাঁদপুর পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ মাহামুদুল হকের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।
পৌর সমাজকর্মী কামরুল ইসলামের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মাঈনুল ইসলাম পাটওয়ারী, হাবীবুর রহমান দর্জি, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, আয়েশা রহমান।
এসময় ৩২৬টি বয়স্ক ভাতা, ১২৮টি প্রতিবন্ধী ভাতা ও ৫৫টি বিধবা ভাতা প্রদান করা হয়।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
১২ মে ২০১৯