Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে এবার ধানসহ বিভিন্ন প্রকার ৮ শ’ ৪৫ মে.টন বীজ বরাদ্দ
paddy...

চাঁদপুরে এবার ধানসহ বিভিন্ন প্রকার ৮ শ’ ৪৫ মে.টন বীজ বরাদ্দ

চলতি মৌসুমে চাঁদপুরে ধানসহ ৯শ’৪৫ মেট্রিক টন বিভিন্ন প্রকার বীজ বরাদ্দ পাওয়া গেছে বলে খামার বাড়ি চাঁদপুরের বীজ বিতরণ কেন্দ্রের কর্মকর্তা মো.খায়রুল বাশার ১৭ নভেম্বর চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ,চলতি মৌসুমে চাঁদপুরে বি আর ৩,১৪,১৬,২৬, ২৮,২৯ ধান ৯ শ’১২ মে.টন,সরিষা বীজ সাড়ে ১২ মে.টন,শাখ-সবজির বীজ ১,১০০ শ’কেজি, মসুরিসহ সকল প্রকার বিভিন্ন শাক-শবজি বরাদ্দ এর জন্যে আবেদন প্রেরণ করা হয়েছে । এর মধ্যে ৬৫৯ মে.টন বিভিন্ন প্রকার ধানের বীজ পাওয়া গেছে । অণ্যান্য বীজ এরইমধ্যে আশা শুরু হবে।

বিআর ধানের ১০ কেজি ওজনের ব্যাগের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩শ’৫০ টাকা। চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১শ ১৮ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে ওই বীজ বিতরণের নির্দেশ রয়েছে।

চাঁদপুরের বীজ বিতরণ কেন্দ্রের কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান,‘ডিলার ব্যতীত কৃষকগণ সরাসরি চাঁদপুরের বীজ বিতরণ কেন্দ্র থেকেও সরকারি নির্ধারিত মূল্যে বীজ ক্রয় করতে পারবে।’

এদিকে বুলবুল আঘাত জনিত কারণে সরকারিভাবে কৃষকদের প্রণোদনাও প্রদান করবে বলে খামার বাড়ি চাঁদপুরের কৃষি সম্প্রসারণ বিভাগ জানান।

প্রতিবেদক- আবদুল গনি , ১৭ নভেম্বর ২০১৯