মতলব দক্ষিণ

মতলবে আ’লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ে যা বললেন সাংসদ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, আ.লগি সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের কাজে পৌছে দিতে হবে। উন্নয়নমূলক কাজের সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

এক্ষেত্রে আ.লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের গুরুত্ব অনেক বেশী। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বুকে ধারণ করে যারা রাজনীতি করবে তারাই একদিন শীর্ষ নেতা হবে। এম.পি হবে মন্ত্রী হবে। যারা দলের সাথে বেঈমানী করবে তারা কোনদিন মূল্যায়িত হবে না।

দলে থেকে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের সুনাম নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলা, পৌর, ইউনিয়ন আ.লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ.এইচ.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি.এইচ.এম কবির আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন,

উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, নারায়ণপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার, খাঁদেরগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, মতলব পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী। এসময় আ.লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ২১ সেপ্টেম্বর ২০১৯

Share