সারাদেশ

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিশ্রুত সংগীতজ্ঞ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শনিবার দুপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: ফারুক (এম ফারুক)। এতে প্রধান আলোচক ছিলেন ওস্তাদ আয়েত আলী খাঁর ছেলে প্রখ্যাত সুরকার শেখ সাদী খান। বক্তব্য রাখেন বিখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খন।

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির সভাপতি রানা শামীম রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক্ষণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, ব্যারিস্টার রাশেদ আহমেদ, সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ভূইয়া, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায়, “ঐতিহ্য কুমিল্লা”র পরিচালক ও মাছরাঙা টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্ম নেন। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মৃত্যুবরণ করেন।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি: ০৮ সেপ্টম্বর ২০১৯, ২ : ৪৭ পিএম

Share