Home / শীর্ষ সংবাদ / ঝাড়ু মিছিলের দায়ে কচুয়ায় দু’নারী নেত্রীকে নির্বাচন কমিশনের সতর্ক চিঠি
golam..

ঝাড়ু মিছিলের দায়ে কচুয়ায় দু’নারী নেত্রীকে নির্বাচন কমিশনের সতর্ক চিঠি

চাঁদপুর-১ আসনে (কচুয়া) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজন নারীনেত্রীকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। গতকাল শনিবার কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিলিমা আফরোজ তাঁদের সতর্ক করে চিঠি দেন।

সতর্কবার্তা পাওয়া দুই নারীনেত্রী হলেন কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভাপতি সালমা সহিদ এবং জেলা পরিষদের সদস্য ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রৌনক আরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সালমা সহিদ ও সাধারণ সম্পাদক তাসলিমা চৌধুরীর নেতৃত্বে কচুয়া শহরে ঝাড়ু মিছিল বের হয়। এতে কয়েক শ নারী অংশ নেন। মিছিলে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত অন্যতম প্রার্থী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এ সময় তাঁর কুশপুত্তলিকা দাহ করেন মিছিলকারীরা। মিছিলকারীরা এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া অপর প্রার্থী বর্তমান সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে প্রার্থী হিসেবে একক মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ নিয়ে ১ ডিসেম্বর প্রথম আলোয় ‘চাঁদপুর-১ আসন; আচরণবিধি লঙ্ঘন করে মিছিল’ শিরোনামে ছবিসহ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বার্তা কক্ষ
২ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply