চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই শনিবার সকালে কলেজের অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
তিনি বক্তব্যে বলেন, সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তোমাদের কে মেধাবী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা হল আমাদের উদ্দেশ্য। আমি আশা করব তোমরা ভাল ফলাফলের মাধ্যমে চাঁদপুরসহ সারাদেশে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখবে।
প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের এডহক কমিটির সদস্য আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল ডঃ মোঃ শাহাদাৎ হোসেন শিকদার (অবঃ)।
কলেজের শিক্ষক শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা শিক্ষা অফিসার সফিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর ইউসুফ শেখ ও দ্বাদশ শ্রেণীর আবদুল আহাদ।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
৬ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur