চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন,‘চাঁদপুরে আল-আমিন স্কুল এন্ড কলেজের অনেক সুনাম রয়েছে। এখানকার প্রত্যেক শিক্ষার্থী সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
বুধবার(১৩ মার্চ) বিকেলে প্রতিষ্ঠানের প্রধান ক্যাম্পাসে আল-আমিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, একটি বিদ্যালয়ের সব শিক্ষার্থীর ফলাফল সব সময় ভালো নাও হতে পারে। এটাতাই স্বাভাবিক। শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে ফলাফল কিংবা এ্যাওয়ার্ডের দিকে না তাকিয়ে শিক্ষার্থীদের মানুষ হয়ে গড়ে উঠার মতো ভালো পরিবেশ দিন। একজন শিক্ষর্থী যখন সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠবে তখন সে নিজেকেই নিজে উপলব্ধি করতে পারবে যে, সে কে, কোথায় তার অবস্থান, কি কাজ তার করা উচিত কিংবা কি কাজ তার করা উচিত নয়।
পুলিশ সুপার মো. জিহাদুল কবির তার বক্তব্যে বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশী জরুরী। তাই শিক্ষার্থীদের মানুষ হওয়ার তাগিদ দিবেন। এই প্রতিষ্ঠানটি জেলার অন্যতম প্রধান একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য অনেকেই তদবির করে। বর্তমানে দেশে সবচেয়ে বড় সমস্যটি হলো মাদক ও জঙ্গিবাদ। আশার কথা হলো এই প্রতিষ্ঠানের কেউ মাদক সেবন করে না আর জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু তার পরেও আপনারা এই বিষয়গুলোর উপর নজর দিবেন। যাতে করে একজন শিক্ষার্থীও মাদক, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে না পারে।
তিনি আরও বলেন, স্বাধীনতার এতগুলো বছর পরেও অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি স্বাধীনতার চেতনা বিরোধী মনোভাব নিয়ে চলে। কিন্তু দিনে দিনে সেই সুযোগ সংকুচিত হচ্ছে। এখন আর এই দেশে বাস করে স্বাধীনতার চেতানা বিরোধী মনোভাগ পোশন করার সুযোগ নাই।
চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, রাজনীতি হলো সর্বোচ্চ মানবসেবা। আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। কারো মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যাবে না, কিন্তু মাথা ঠিক রাখা দরকার। আমরা চাই এই প্রতিষ্ঠানটি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক। আমরা আপনাদের সকল কর্মকান্ডে সম্পৃক্ত হতে চাই। যাতে করে সম্মিলিতভাকে এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, সময় এখন বদলে গেছে। সময় এখন স্বচ্চতা ও জাববদিহীতার। তাই এখন থেকে সকল কিছুতেই স্বচ্চতা এবং জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীরা যাতে করে সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে সেই পরিবেশ তৈরী করে দিতে হবে। আমি এই বিদ্যালয়ের সাফল্য কামনা করছি।
একাডেমির প্রভাষক জয়নাল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, একাডেমির সকল শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন এবং নান্দনিক ডিস প্লে উপস্থাপন করেন। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল (অব.) ড.মো.শাহাদাৎ হোসেন সিকদার।
প্রতিবেদক:আশিক বিন রহিম
১৩ মার্চ,২০১৯