চাঁদপুর

চাঁদপুরে ১০৭ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

চাঁদপুরের ৮ উপজেলায়  জুলাই ২০১৮ হতে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্য ন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৮-২০১৯ অর্থবছর ১০৭ কোটি ১৬ লাখ ৬৬  হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে । যার গড় হার বরাদ্দের ৪৮ %  ।

সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ কোটি ২৭ লাখ ৮৭ হাজার  টাকা ,অগ্রণী ব্যাংকের ১৭ টি শাখার মাধ্যমে ১১ কোটি  ৫ লাখ  ২৭  হাজার টাকা, জনতা ব্যাংকের ১৫ টি শাখার মাধ্যমে  ২ কোটি ৫৪  লাখ  ৯০  হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৮ টি শাখার মাধ্যমে   ৮১ কোটি  ৩২ লাখ  ৯০  হাজার টাকা, কর্মসংস্থান ব্যাংকের ৪ টি শাখার মাধ্যমে ৭ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ১৮  লাখ ৬২ হাজার টাকা ও বেসিক ব্যাংক  ৯৬ লাখ টাকা বিতরণ করেছে ।

এদিকে ওই সব ব্যাংকের শাখাগুলো ২০১৮-২০১৯ অর্থবছরের ফেব্রুয়ারি পর্য ন্ত  বকেয়াসহ  ১০  কোটি  ৬৮  লাখ  ৫৩ হাজার  টাকা বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে আদায় করেছে।

এদিকে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে  ইসলামি ব্যাংক কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে বিতরণ করেছে – ২৮ কোটি  ৮৬ লাখ  ৬৯ হাজার টাকা, উত্তরা ব্যাংক ২৯ লাখ ৫০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক ১৮ লাখ  ৫০ হাজার টাকা , সোস্যাল ইসলামী ব্যাংক  ১৪ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক ৬০ লাখ টাকা ও এন সিসি ব্যাংক  ২৯ লাখ টাকা বিতরণ করেছে ।  চাঁদপুরে বর্তমানে ঋণ গ্রহীতার সংখ্যা ৯৯ হাজার ৩ শ ৫ জন্ ।

ব্যাংকগুলো ৪% হারে  ডাল,তৈলবীজ,মসলা জাতীয় ফসল ও ভূট্টা চাষাবাদের জন্য ঋণ বিতরণ করা হয়েছে ৫৪ লাখ  টাকা । এ ছাড়াও ৩৭১ কোটি ৭৫  লাখ  ৩৪ হাজার টাকা বকেয়া হিসেবে জেলার কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে। ওই সব টাকা আদায়ে ব্যাংকের চলমান প্রক্রিয়া বিদ্যমান রয়েছে বলে জনতা ব্যাংকের একজন কর্মকর্তা জানান ।

প্রতিবেদক-আবদুল গনি 

১৫ এপ্রিল, ২০১৯

Share