চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামে বাড়ির চলাচলের পথ বন্ধ করে ও বাড়ি সৌন্দর্য নষ্ট করে নিজ ইচ্ছা মতো বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় একই বাড়ির মৃত মনির হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে ৩ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন। বিবাদীরা হচ্ছেন, মাঝিগাছা গ্রামের ফজলুর রহমান মাস্টারের পুত্র মতিন প্রধান, মোঃ কাউছার ও ফজলুর রহমান মাস্টার।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা হিসেবে কচুয়া থানার এএসআই মোঃ আকতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে কাজ স্থিতিশীল অবস্থা বজার রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার মাঝিগাছা গ্রামের ফজলুর রহমান মাষ্টারের ছেলে আব্দুল মতিন প্রধান সম্প্রতি বাড়ির লোকজনের চলাচলের রাস্তা ও সৌন্দর্য নষ্ট করে বিল্ডিং নির্মানের কাজ শুরু করেন।
বাদী মোঃ মিজানুর রহমান দাবী করে বলেন, প্রতিপক্ষ আব্দুল মতিন প্রধান আমার বিল্ডিংয়ের সামনে তার জায়গায় (মতিন প্রধানের জায়গায়) ইচ্ছামতো পূর্ব দিকে খালি রেখে পশ্চিম অংশে আমার বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্টের জন্য নতুন ভবন নির্মানের কাজ শুরু করেন। মিজানুর রহমান জোর দাবী করে বলেন, বুধুন্ডা মৌজার অন্তর্গত বিএস ২১৮২ নং খতিয়ানে সাবেক ১৬৭৬ হালে ৫০১৭ দাগে আমার ১৩ শতাংশ জায়গার আংশিক কিছু অংশ দখল করে মতিন প্রধানের নতুন ভবনটি নির্মান হলে জনচলাচলের মারাত্বক সমস্যা ও বাড়ির সৌন্দর্য নষ্ট হবে।
তাই জনচলাচলের রাস্তা রেখে ও ভবনটি পশ্চিম মুখি করে নির্মাণের জন্য মিজানুর রহমান জোর দা০িব জানান।
অন্যদিকে অভিযুক্ত মতিন প্রধান বলেন, কারো জায়গা দখল করে নয়, চলাচলের পথ রেখেই আমার জায়গায় আমি ভবন নির্মাণের কাজ শুরু করেছি, এতে কারো সমস্যা হবে বলে মনে করি না।
স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া
০২ অক্টোবর, ২০১৮