ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসহ দু’ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আদশা আল-হাসানাহ একাডেমিসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল এই চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছে এলাকাবাসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার রাতে উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের আদশা আল-হাসানাহ একাডেমির অফিস কক্ষ ও স্টিলের আলমিরার তালা ভেঙ্গে একটি কম্পিটার, প্রজেক্টর মেশিন, সিসি ক্যামেরার রেকর্ডবক্স ও নগদ দশ হাজার টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর।

এছাড়া একাডেমির নিকটবর্তী ইউপি সদস্য নূর হোসেন পাঠানের ভগ্নিপতি ও খোকন বেপারীর দোকানে চুরির ঘটনা ঘটে। চোর ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ ও মালামাল নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে আদশা আল-হাসানাহ একাডেমির পরিচালক আহছান হাবিব জানান, চুরির ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ধারাবহিকভাবে ভালো ফলাফল করে আসছে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের সামগ্রী চুরির কারণে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হবে। থানা পুলিশের কাছে জোর দাবী দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার করে অপরাধীরর বিরুদ্ধে যেন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

এদিকে আদশা আল-হাসানাহ একাডেমিতে চুরির ঘটনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ, ৮ আগস্ট ২০১৯

Share