Home / চাঁদপুর / চাঁদপুরে দুর্যোগের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন
Activities of chandpur adminstration

চাঁদপুরে দুর্যোগের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন

ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারি কার্যক্রম পরিদর্শনে দিনভর মাঠে ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান।

৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় তিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে নিয়ে চাঁদপুরের তিন নদীর মোহনায় পরিদর্শনে যান।

এসময় তিনি সেখানে অবস্থান করা পর্যটক, জেলে, নৌকার মাঝিসহ আশপাশের মানুষকে সচেতন করেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, এখনো পর্যন্ত আবহাওয়া থমথম অবস্থানে রয়েছে। তাই কী হয় সেটি বলা যাচ্ছে না। এখন আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে হাইমচর উপজেলা ও চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকার জনসাধারণ ও জেলেদের ঘূর্ণিঝড় “বুলবুল” সম্পর্কে সচেতন করা ও নিরাপদ স্থানে বা সাইক্লোন সেন্টারে থাকার পরামর্শ প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, ইউপি চেয়ারম্যান আব্দুর ছাত্তার রাড়ীসহ , ইউপি সদস্যগণ।

প্রসঙ্গত : ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় শুক্রবার জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খাঁনের সভাপতিত্বে বিকালে তার বাসভবনে দুর্যোগ প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়ে।

এতে জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর কে বিশেষ করে দুর্যোগ অধিদপ্তর,পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, কৃষি, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড,আবহাওয়া অফিস, রোভার, স্কাউট, রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্যদের প্রস্তুত ও সতর্ক থাকতে বলা হয়। জান- মালের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়। জেলা ও উপজেলার সকল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সার্বক্ষণিক খোঁজ -খবর ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বলা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, দূর্যোগ মোকাবেলায় জেরার ৩১১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে । সরকারি বেসরকারি ১১৩০ জন স্বেচ্ছাসেবক, ৭৫০ জন গ্রাম পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে ।

এছাড়া জেলার জন্য এই মূহুর্তে ১৮৪ টন চাল, ১.৬১ লক্ষ টাকা, ৭৩৪ বান্ডিল টিন ও পর্যাপ্ত শুকনা খাবার মজুদ রাখা হয়েছে । জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৯ নভেম্বর ২০১৯