চাঁদপুর

‘চাঁদপুরে মাদককে শক্ত হাতে ধরা হয়েছে যেনো বেরিয়ে যেতে না পারে’

চাঁদপুর ক্লাবে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদক বিরোধী জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাজেদুর রহমান খান।

বক্তব্যে তিনি বলেন, মাদক থেকে দূরে রাখতে বড় মাধ্যম হলো খেলাধুলা। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা জেলা উপজেলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক খেলাধুলার উদ্যোগ নিয়েছে। চাঁদপুরে সবচেয়ে বড় যুদ্ধের মধ্যে মাদক হলো একটি। এখানে আমরা সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদককে শক্ত হাতে ধরা হয়েছে যেনো তা বেরিয়ে না যেতে পারে।

ব্যাডমিন্টন উপ-কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, টুর্নামেন্ট উপ-কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম আখন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে চকবাজারে নিহত ও সকল শহীদদেরসহ প্রাক্তন খেলোয়াড়দের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী খেলায় অংশনেয় ভাই ভাই স্পেটিং ক্লাব ও পাইনিয়ার ক্লাব।

প্রসঙ্গত, এ খেলায় ৪টি গ্রুপে ১১টি ক্লাব অংশ গ্রহন করর। উনুর্ধ ১৫-১৭ (একক) ৮টি, (দ্বৈত) ৬টি, উন্মুক্ত (একক) ১৯টি, (দ্বৈত) ১৪টি দল অংশ গ্রহণ করে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

Share