কুমিল্লার চৌদ্দগ্রামের যাত্রাপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ৩ জন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের যাত্রাপুরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী।
পুলিশ জানায়, সিএনজি অটোরিক্সাটি চৌদ্দগ্রাম উপজেলার খিরনসার এলাকা থেকে পৌরসভা যাওয়ার পথে যাত্রাপুর নামক স্থানে একটি ঔষধ কোম্পানির পিকআপ ভ্যানকে ওভারট্যাক করার চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি অটোরিক্সাটি পিকআপ ভ্যানের পেছনো সজোরে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সার যাত্রী যাত্রাপুর এলাকার সিরাজুল ইসলাম নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে যাত্রাপুর এলাকার আইয়ুব আলী নামে এক যাত্রী মারা যায়।
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সা পুলিশ উদ্ধার করেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিজরা নামক স্থানে বাসের ধাক্কায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অন্যদিকে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় সড়কের গাছ কাটার সময় গাছের নিচে চাপাপড়ে এক পথচারী নিহত হয়েছে।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা
১৮ জুন ১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur