চাঁদপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ৬,৮৪৯ জন

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার শুক্রবার (২৪ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ১৫,৬১৫ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে এবং ৬,৮৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, শুক্রবারের এ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪০টি পদের বিপরীধে চাঁদপুর সদরের ২৭টি সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার কেন্দ্রে ৩৭৪টি কক্ষে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতির প্রশ্নে পরীক্ষার্থীরা অংশ নিয়েছে।

এদিকে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার শুক্রবার (৩১ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত পুনরায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাটি অনুরূপ ২৮ টি কেন্দ্রে ২৩ হাজারেরও বেশি পরীক্ষা অংশ নেবে।

প্রবেশপত্রের জন্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, স্ব স্ব বৈধ প্রার্থীর বেলায় মোবাইলে মেসেজের মাধ্যমে কোড নম্বরে প্রার্থী নিজ দায়িত্বে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

জেলার সকল উপজেলার প্রার্থীদের লিখিত এ পরীক্ষা চাঁদপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেই কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে কোন উপজেলার প্রার্থী কোন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে তা’ তার প্রবেশ পত্রেই উলেখ থাকবে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শাহাবুদ্দিন জানান, শুক্রবারের প্রথম ধাপের এ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।

প্রতিবেদক : আবদুল গনি
২৫ মে ২০১৯

Share