আন্তর্জাতিক

জন কিটস ছিলেন ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি

১৭৯৫ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি জন কিটস। তার বাবা ছিলেন আস্তাবলরক্ষক। ১৮০৪ সালে তার বাবা এবং ১৮১০ সালে মা মারা যান। কিটস প্রথমে এনফিল্ডের এক স্কুলে লেখাপড়া শুরু করেন। ১৬ বছর বয়সেই এনফিল্ড স্কুল ত্যাগ করেন।

তরুণ বয়স থেকেই তার কবিতা লেখার ঝোঁক ছিল। প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো কিংবা রুটিনবদ্ধ জীবনের প্রতি অনভ্যস্ততা তার বাল্যকাল থেকেই তৈরি হয়েছিল। এতদসত্ত্বেও তিনি একটি হাসপাতালে ওষুধবিদ্যায় শিক্ষা গ্রহণ করেন। সেখানে লেই হান্ট নামে সেই সময়ের প্রতিষ্ঠিত এক কবির সঙ্গে কিটসের পরিচয় ঘটে।

তিনি কিটসের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাকে লিখতে উৎসাহিত করেন। ১৮১৮ সালে কিটসের ভাই টম যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। সেই সময় তিনি বন্ধু চার্লস ব্রাউনের বাসায় চলে আসেন। এখানেই কিটস প্রতিবেশী ফ্যানি ব্রন নামে ১৮ বছরের এক তরুণীর প্রেমে পড়েন। এরপর থেকেই মূলত কিটসের সৃষ্টিশীল সময়ের সূচনা হয়।

লর্ড বায়রন ও পার্সি বিশি শেলির সঙ্গে কিটসও ছিলেন ইংরেজি সাহিত্যে দ্বিতীয় প্রজন্মের কবিদের অন্যতম। ১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুর চার বছর আগে চড়বসং শিরোনামে তার প্রথম কাব্যগ্রন্থ বের হয়। এখানেই কিটসের বিখ্যাত কবিতাগুলো রয়েছে।

মৃত্যুর পরই সমালোচকরা তার মূল্যায়ন করতে শুরু করেন এবং তিনি উনিশ শতকের শ্রেষ্ঠ জনপ্রিয় কবির মর্যাদায় অধিষ্ঠিত হন।

বার্তা কক্ষ , ৩১ অক্টোবর ২০১৯

Share