চাঁদপুরের মতলবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নুরুজ্জামান বেপারী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান।
তিনি রবিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় মতলব-নারায়ণপুরের ঢাকিরগাঁও বাইপাস সড়কে প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হন। এছাড়া প্রাইভেটকারটি ধরতে গিয়ে কুদ্দুস প্রধান (৩৫) গুরুতর আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নুরুজ্জামান বেপারী ওইদিন রাতে বাইপাস সড়কের ওপর দিয়ে নিজ বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী যাত্রীবাহী প্রাইভেটকার তাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রাইভেটকারসহ চালক জাকির হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে থানার ইন্সেপেক্টর মো.ইব্রাহীম খলিল বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটক জাকির হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
২১ সেপ্টেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur