কচুয়া

কচুয়ায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পদবঞ্চিতদের হামলা : আহত ১০

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নেতৃবৃন্দ কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণার পর পর পদবঞ্চিতদের সমর্থনে স্থানীয় যুবক সাইফুল ইসলাম মাইকেলের নেতৃত্বে মনির, বোরহান, মাসুদ রানা, মোজাম্মেল, শাহপরান,গোলাম রাব্বানীসহ ২৫-৩০ জনের একদল উত্তেজিত হয়ে পদ বঞ্চিতদের পক্ষ নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা: মাসুদুর রহমান বাবুলের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র ও ইট পাটকেল দিয়ে হামলা চালায় এবং উপজেলা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতা কর্মীদের অশোভনীয় আচরণ করেন।

এ সময় একই এলাকার যুবক শাহজাহান, সাদ্দাম,সবুজ, সোহাগ, নব-নির্বাচিত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে মো. নুরুজ্জামান তালুকদার বাধা দিলে তাদের উপরও হামলা কারীরা হামলা করে আহত করে।

হামলার শিকার নেতাকর্মী ও আহতদের সমর্থকরা দাবি করেন, বিএনপি ও অন্য দল থেকে থেকে নবযোগদানকৃত নামধারী নেতাদের মদদে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়েছে।

পরে খবর পেয়ে ওই দিন রাত ৮টার দিকে কচুয়া থানার এসআই মো. লিলুছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

হামলার শিকার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মাসুদুর রহমান বাবুলকে কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ওমর ফারুক চোখে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপরদিকে হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

এদিকে প্রথম অধিবেশনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপেেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, দপ্তর সম্পাদক মো. কবির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান সর্দার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতীন দেওয়ান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা: মাসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওই ওয়ার্ডে সভাপতি পদে ৫ জন ও সাধারন সম্পাদক পদে ৫ জন প্রার্থীর নাম প্রস্তাবনা আসে। পরে প্রার্থীগণ একত্রিত হয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ যা সিদ্ধান্ত দিবেন, তা মেনে নিবেন বলে সকলের উপস্থিতিতে লিখিত ভাবে অঙ্গীকার করেন।

সন্ধ্যায় পর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দের সাথে ব্যাপক আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে ১নং ওয়ার্ডে সভাপতি পদে মো. কামাল হোসেন প্রধান, সাধারন সম্পাদক হিসাবে মো. নুরুজ্জামান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল কালামের নাম ঘোষণা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Share