একটি গাভী সাধারণত একটি বাছুর জন্ম দেয়। কিন্তু পাবনার বেড়ায় একটি দেশি প্রজাতির গাভী তিনটি এঁড়ে (পুরুষ) বাছুর জন্ম দিয়েছে। তিনটি বাছুর ও মা গাভীটি বর্তমানে সুস্থ রয়েছে। উপজেলার জাতসাখিনী ইউনিয়নের মাস্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গাভীটির মালিক মোশররফ হোসেন বলেন, গত ২দিন আগে তিনি গাভীটি সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রাম থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা দিয়ে ক্রয় করেন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গাভীটির খাবার দিতে গিয়ে দেখেন গাভীটি শুয়ে আছে। আর পাশে তিনটি সদ্য জন্ম নেওয়া বাছুর। বর্তমানে গাভী এবং তিনটি বাছুরই সুস্থ আছে। তবে তিনটি বাছুর হওয়ায় মা গাভীটির দুধে সংকুলান হচ্ছে না। (ইত্তেফাক)
বার্তা কক্ষ
১৬ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur