Home / আন্তর্জাতিক / প্রবাস / ভারতে পাঁচ মন্ত্রীর পদত্যাগ
ভারতে পাঁচ মন্ত্রীর পদত্যাগ

ভারতে পাঁচ মন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন। দেশটির মন্ত্রীসভায় রদবদলের যে আভাস পাওয়া গিয়েছিল এই পদত্যাগ তারই প্রমাণ মিলল।

আগামী কয়েকদিনে আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। এসব পদে নতুন মুখ আসবে। ক্ষেত্র বিশেষে দলটির জোটের অন্য শরীকরাও যোগ দেবেন মন্ত্রীসভায়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পানিসম্পদমন্ত্রী উমা ভারতী, কৃষি মন্ত্রী রাধা মোহন সিং, প্রতিমন্ত্রী সঞ্জীব বলিয়ান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফাগান সিং কুলাস্তে, মানবসম্পদ প্রতিমন্ত্রী মহেন্দ্র পান্ডে এবং স্কিল ডেভেলপমেন্ট প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি পদত্যাগ করেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন। চীনে চলমান ব্রিকস সম্মেলন থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিরলে রোববার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নিতে পারেন।

এদিকে মহেন্দ্র পাণ্ডেকে উত্তর প্রদেশের বিজেপি সভাপতি করা হয়েছে। ২০১৯ সালে লোকসভার ভোটকে সামনে রেখে পদত্যাগী অন্য মন্ত্রীদেরও দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

নিউজ ডেস্ক /strong>
: আপডেট, বাংলাদেশ ১১ : ১১ পিএম, ১ সেপ্টম্বর ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply