কুমিল্লায় সিহাব উদ্দিন অন্তু নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে নগরীর ধর্মসাগরপাড়ে এ খুনের ঘটনা ঘটে।
সিহাব উদ্দিন অন্তু এর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে। তার বাবার নাম হুমায়ন কবির। সিহাব কুমিল্লা অজিদ গুহ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সিহাবদের পরিবার নগরীর রেইসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকে।
পুলিশ ও পরিবার জানায়, গত রাতে কয়েকজন যুবক সিহাবকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ধর্মসাগরপাড়ে গিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিহাবকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
এ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
প্রতিবেদক- জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur