চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সভা(বোর্ড সভা) বৃস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় পুরাণবাজার চেম্বারের নিজস্ব ভবনে সম্পন্ন হয়েছে।
চেম্বার সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম পাটওয়ারী, সিনিয়র পরিচালক আলহাজ্ব মো. কাশেম গাজী, পরিচালক সালাহ উদ্দিন মো. বাবর, শিমূল সাহা, কালাচাঁদ বণিক, মো. জামাল হোসেন ও আলহাজ্ব কাজী হুমায়ূন কবির।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার সচিব আ. মোতালেব শেখ টুটুল, মেলার ইভেন্ট ম্যানেজম্যান্টের চেয়ারম্যান মো. সুমন খান ও উপদেষ্টা ইকবাল হোসেন ইলাহী।
সভায় আলোচ্য বিষয় অনুযায়ী মধুসূদন স্কুল মাঠে আগামী ১০ সেপ্টেম্বর থেকে চেম্বার আয়োজিত মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা শুরু ও চেম্বারের ৪র্থ তলা নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়ে।
সভায় চেম্বারের ইলেকশন বোর্ডের চেয়ারম্যান অ্যাড. এবিএম মনোয়ার উল্লাহ’র মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
প্রতিবেদক-আশিক বনি রহিম
: আপডেট, বাংলাদেশ ১০ : ৪৫ পিএম, ৩১ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur