মুসলিম বিশ্বের বৃহত্তম সমাবেশ পবিত্র হজ পালিত হবে বৃহস্পতিবার (৩১ আগস্ট)। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ধ্বনিতে কাল মুখরিত হবে মক্কার আরাফা ময়দান।পবিত্র এ কর্তব্য পালনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা নগরীতে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি।
বুধবার (৩০ আগস্ট) ফজর নামাজের পর মুসল্লিরা মক্কা নগরী থেকে মিনার উদ্দেশে রওনা দেবেন। বুধবার মিনায় অবস্থান করে বৃহস্পতিবার সূর্যোদয়ের পর আরাফার উদ্দেশে রওনা হবেন।
আরাফার ময়দানে সারা দিন অবস্থানকালীন সেখানে জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আরাফা থেকে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সেখানে রাতে অবস্থান করবেন। রাত শেষে ফজরের নামাজের পর সকালে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য মিনায় যাবেন।
মিনায় শয়তানকে পাথক নিক্ষেপের পর মক্কায় ফিরে গিয়ে কোরবানী করবেন। কোরবানী শেষে মাথা মুণ্ডন করে এহরাম খুলবেন। এভাবেই ধাপে ধাপে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ১:২০ পিএম,৩০আগস্ট ২০১৭,বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur