Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু
Death

হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় ডাকাতিয়া নদীতে ঘাস কাটতে গিয়ে মুসলিম পাটোয়ারী (৫০) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) সকাল ১০ টায় পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিন বলাখাল এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মুসলিম পাটোয়ারী স্থানীয় পাটোয়ারী বাড়ির মৃত আঃ সাত্তার পাটোয়ারীর ছেলে এবং সে পেশায় একজন কৃষক।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, তিনি প্রতিদিনের ন্যয় সকাল ৮টার দিকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে নদীতে যান। এরই মধ্যে নদীতে পড়ে যায়। সকাল ১০টার দিকে লোকজন তাঁকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহতের স্বজনরা জানান, মুসলিম পাটওয়ারীর উচ্চ রক্তচাপ আছে। হয়তো উচ্চরক্ত চাপের কারণেও নদীতে পড়ে যেতে পারে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৭ : ৫০ পিএম, ২৮ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply