Home / বিশেষ সংবাদ / ১৫ দিনের জন্যে অন্ধকারে ডুবে যাবে পৃথিবী?
১৫ দিনের জন্যে অন্ধকারে ডুবে যাবে পৃথিবী?

১৫ দিনের জন্যে অন্ধকারে ডুবে যাবে পৃথিবী?

ইন্টারনেটে একটি খবর নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন বিভ্রান্ত। ইন্টারনেটে প্রকাশ, নাসা অনুমান করছে নভেম্বরে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী৷ ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে খবরটি৷ কিন্তু আদতে এই খবরটি সত্যি নয় বলে জানিয়েছে নাসা।

তারা জানিয়েছে, এর আগেও এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল৷ এবার ফের একই খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷ খবরটি বিশ্বাস না করার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছে নাসা।

২০১৫ সালে প্রথম এই ধরনের খবর প্রকাশ পেয়েছিল৷ ইন্টারনেটেই প্রকাশ পেয়েছিল খবরটি ৷ সেটিও ছিল অসত্য ৷ তাতে বলা হয়েছিল, নাসা একটি আশ্চর্য ঘটনার কথা নিশ্চিত করেছে৷ সেটি হল, ২০১৭ সালের নভেম্বর মাসে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী৷ এও বলা হয়েছিল, হাজার পাতার ডকুমেন্ট হোয়াইট হাউজে পেশ করেছে নাসা।

তখন এই মিথ্যা খবরের বিরুদ্ধে সরব হয়েছিল নাসা৷ এবার তাই নাসা বিষয়টি নিয়ে প্রথমদিকে মাথা ঘামায়নি৷ কিন্তু ক্রমশ খবরটি ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসে নাসা। আবারও তারা জানিয়ে দেয়, নভেম্বর মাসে এমন কোনো ঘটনা ঘটবে না। সূত্র: কলকাতা

নিউজ ডেস্ক
:আপডেট,বাংলাদেশ সময় ১১:১৫ পিএম, ২৫ আগস্ট ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply