Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণের নিম্মাঞ্চল প্লাবিত

মতলব দক্ষিণের নিম্মাঞ্চল প্লাবিত

মেঘনা-ধনাগো নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে ৩-৪ দিন যাবৎ বৃদ্ধি পাওয়ায় মতলব দক্ষি নি¤œাঞ্চলগুলো প্লাবিত। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার মাঠ সহ রাস্তা-ঘাট পানিতে ডুবে গেছে। এছাড়া প্রায় ২০ থেকে ৩০টি পুকুরের পাড় তলিয়ে যাওয়ায় ক’লক্ষাধিক টাকার মাছ চলে গেছে।

খোঁজ নিয়ে দেখা যায়, গত ক’ দিনে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মতলব পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় অর্ধ-শতাধিক কাঁচা-পাঁকা রাস্তা তলিয়ে গেছে। এতে সাধারণ জনগণের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজনি ঘুরে দেখা যায়,মতলব পৌরসভার ওয়াপদা-আশ্রমের কাঁচা রাস্তা,পেন্নাই সড়ক থেকে মল্লিক বাড়ি হয়ে বাইপাস সড়ক, নলুয়া-আশ্রম,দিঘলদী, বাইশপুর,পৌলপাড়া,দগরপুর,পদ্মপাল,উদ্দমী,চরমুকুন্দি,লামচরী,মাছুয়াখাল, নায়েরগাঁও, গ্রামের বেশ ক’টি কাঁচা-পাঁকা রাস্তা পানিতে তলিয়ে গেছে।

এতে রাস্তার বিভিন্ন স্থান গর্ত হয়ে ভেঙ্গে পড়েছে। উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা জানান,তাঁর ইউনিয়নেও কাঁচা-পাঁকা ৮-১০টি রাস্তা পানিতে তলিয়ে গেছে।

তন্মোধ্যে মতলব-করবন্ধ রাজারগাঁও রাস্তা,ঘোড়াধারী মুন্সীবাড়ি হতে পোঁড়াবাড়ি রাস্তা সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় মানুষজন যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার জানান,তাঁর ইউনিয়নেও ৮-৫টি রাস্তা তলিয়ে গেছে। তন্মোধ্যে,পয়াল-লেকোটার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি তলিয়ে যাওয়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া উপাদী উত্তর নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে জানা যায়, তাদের ইউনিয়নগুলোতেও হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু কাঁচা-পাকা রাস্তা তলিয়ে গেছে। অব্যাহত পানি আরও বৃদ্ধি পেলে ইউনিয়নের জনসাধারণ বাড়ি-ঘর থেকে বের হতে অনেক দুর্ভোগ পোহাতে হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.জুলফিকার আলী জনি জানান, ক’দিনের অব্যাহত পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পাঁচটি বিদ্যালয়ের মাঠসহ যাতায়াতের পথ তলিয়ে গেছে।

বিদ্যালয়গুলো হচ্ছে দক্ষিণ নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম মোবারকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,চারটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয়ের মাঠ তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) থেকে প্লে-গ্রুপের ক্লাস বন্ধ রাখা হয়েছে। পানি কমলে যথারীতি পাঠদান কার্যক্রম চলবে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট,বাংলাদেশ সময় ৭:১০ পিএম,২৪ আগস্ট ২০১৭,বৃহস্পতিবার
এজি

Leave a Reply