মতলব দক্ষিণে দু’দিনে পানিতে ডুবে সুমন,মুক্তা রাণী,রাব্বি ও সুব্রত নামক ৪ শিশুর মৃত্যু হয়েছে। ২২ ও ২৩ আগস্ট বাইশপুর,লামচরী,বহুরী ও নায়েরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বাড়ির আঙ্গিনা ও রাস্তাঘাট পানিতে ডুবে যায়। বাড়ির শিশুদের সাথে খেলা করতে গিয়ে সবার অগোচোরে পানিতে ডুবে এসব শিশুদের মৃত্যু হয়।
দক্ষিণ বাইশপুরের বাবুল সরদার জানান,তার ছেলে রাব্বি (৬) নিজ বাড়ি থেকে বাঁশের সাঁকো দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিটকে পানিতে পড়ে যায়। পড়ে আশ-পাশের লোকজন সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে লামচরী গ্রামের শুকুমারের মেয়ে মুক্তা রাণী,বহুরী গ্রামের লিটন মিয়ার ছেলে সুমন ও নায়েরগাঁও এর সুব্রত বাড়ির পুকুরে ডুবে মারা যায়।
তাদেরকেও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মতলব দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ.কে.এম মাহাবুবুর রহমান জানান, দু’দিনে পানিতে পড়া দু’জন শিশু হাসপাতালে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
আপডেট,বাংলাদেশ সময় ৬:৪০ পিএম ২৩ আগস্ট ২০১৭,বুধবার
এজি