চাঁদপুরে কৃতি সন্তান জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও শহীদ জাবেদ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ সাইফুল ইসলাম হাজিদের সেবা ও হজ পালনের জন্যে নির্বাচিত হয়েছেন।
সরকারি ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটের সমাজ উন্নয়ন বিভাগের যৌথ পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে হাজীদের সেবা ও জন্য পালনের সুযোগ পেয়েছেন।
তিনি আগামি বৃহস্পতিবার (২৪ আগস্ট) সৌদির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করবেন। রোভার সাইফুল ১৯৯৯ সাল থেকে স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশ স্কাউট সারাদেশ থেকে পাঁচজন রোভারকে নির্বাচিত করেছেন। যাদের মধ্যে দলনেতা হিসেবে চাঁদপুর জেলা রোভার সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
বিভিন্ন সময়ে সে বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলার বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় প্রোগ্রাম সাফল্য ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছে। সময় স্বল্পতার কারণে সকলের সাথে দেখা করার সুযোগ হয়নি। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ১ : ০ এএম, ২২ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur