চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল তা ইতিহাসের জঘন্যতম বর্বর ঘটনা। এই হামলায় নিহত মতলব উত্তরের নিরীহ শ্রমিক আতিক সরকারের অসহায় পরিবারের পাশে থাকবে জেলা পরিষদ। আমি নিহত আতিকের পরিবারের পাশে থাকবো সর্বদা। তাদের পড়াশোনার ব্যাপারে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি সোমবার (২১ আগস্ট) সকালে জেলা পরিষদ কার্যালয়ে আতিকের পরিবারের সদস্যদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে অর্থ সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন।
নিহত আতিকের স্ত্রী লাইলী বেগম ও তার সন্তানদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম পাটওয়ারী, মিনহাজ উদ্দিন খান ও মো. আল-আমিন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাগাদী ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বিল্লাল, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ প্রমুখ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১ : ৫৯ পিএম, ২১ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ