Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব ১২ জনের মধ্যে মতলবেই ৫ জন
চাঁদপুরে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ ১২ জনের মধ্যে মতলবেই ৫ জন

চাঁদপুরে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব ১২ জনের মধ্যে মতলবেই ৫ জন

বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৭তে চাঁদপুর জেলা পর্যায়ে ১২ জন শ্রেষ্ঠত্ব অর্জন করে। ৮ উপজেলার মধ্যে মতলবেরই ৫ জন জেলা পর্যায়ে শ্রেষ্ঠত অর্জন করেছেন।

তন্মোধ্যে মতলব দক্ষিণ উপজেলার ৩ জন এবং মতলব উত্তর উপজেলার ২ জন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৭ জেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন- মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা রিসোর্স ইন্সষ্ট্রাক্টর হিসেবে নির্বাচিত হন- মতলব দক্ষিণ উপজেলা রিসোর্স ইন্সষ্ট্রাক্টর রাশেদা আতিক রোজী, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন- ১১৪নং নবকলস সরকারি প্রাথমিক বিদালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার এবং শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির (এস.এম.সি) সভাপতি হিসেবে নির্বাচিত হন- মতলব উত্তর উপজেলার মিলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম ও শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হন মতলব উত্তর উপজেলার শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার (মুদ্রাক্ষরিক) মো. শাহ্আলম।

এছাড়া বিভিন্ন উপজেলা থেকে জেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তারা হলেন- প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক চাঁদপুর সদর উপজেলার মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ শিক্ষিকা ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ রোকেয়া খানম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্র্মী ৮৫৪ মেথা রোড চাঁদপুর সদর উপজেলার আইনজিবী মো. সাইফুদ্দিন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার- চাঁদপুর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কেএম মোস্তাক আহম্মেদ, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার- চাঁদপুর সদর উপজেলার শিক্ষা অফিসার নাজমা বেগম।

ঝরে পড়ার হাড় উল্লেখযোগ্য ভাবে কমাতে স্বক্ষম হয়েছে এ ধরনের শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ ১১ : ৩০ পিএম, ২০ আগস্ট ২০১৭, রোববার
এইউ

Leave a Reply