চাঁদপুরের ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ রোববার (২০ আগস্ট) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সহকারী প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম পাঠান, রাজনীতিবিদ মো. আবুল হাসনাত হাসেম, অভিভাবক আহসান হাবীব প্রমুখ।
সমাবেশে প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল বলেন, ‘ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় দেশের একটি সেরা বিদ্যাপিঠ। উপজেলার বিভিন্ন এলাকার অভিভাবকগণ তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করায় ভালো শিক্ষা অর্জনের জন্য। শিক্ষার্থীদের মানসম্মত যুগোপযোগী শিক্ষা প্রদানে আমাদের প্রচেষ্টা রয়েছে।’
শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের অপব্যবহার না করে সে বিষয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ ০৯ : ১৫ পিএম, ২০ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur