যার ব্যাটিং গড় সবচেয়ে বেশি সে ই কিনা বাদ পড়লেন? অবশেষে একদিন না পেরুতেই দলে ফিরলেন মুমিনুল ।
তাঁর বাদ পড়া নিয়ে সংবাদ সম্মেলনে তোলপাড়ই হয়ে গিয়েছিল কাল। শেষ পর্যন্ত অনেকটা নাটকীয়ভাবেই দলে ফিরলেন মুমিনুল হক। আজ মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন, চোখের সমস্যায় ভোগা মোসাদ্দেক হোসেনের বদলেই আবার দলে এসেছেন মুমিনুল।
চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পের আগ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন মোসাদ্দেক। সেজন্য দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলেননি। ঢাকায় অবশ্য পরশু প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করেছেন। কিন্তু দৃশ্যত সেটা থেকে সেরে ওঠেননি। মিরপুর টেস্টের দলে নেই মোসাদ্দেক।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur