Home / চাঁদপুর / প্রত্যেকের অবস্থান থেকে শতভাগ দায়িত্ব পালন করুন : চাঁদপুরে ডা. দীপু মনি
Dipu Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

প্রত্যেকের অবস্থান থেকে শতভাগ দায়িত্ব পালন করুন : চাঁদপুরে ডা. দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁদপুর-হাইমচর ৩ আসনের সাংসদ ডা. দীপু মনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘ আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে শতভাগ দায়িত্ব পালন করলে দেশের উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না।’

রোববার (২০ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দেশের যে হারে উন্নয়ন হচ্ছে তাতে এখন আর আমাদের বিদেশি সহায়তার দিকে চেয়ে থাকতে হবে না। সরকার আর বিদেশি সাহয্যের বিষয়ে ভাবছে না। অচিরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে পতিষ্ঠিত হতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সামনে পবিত্র ঈদুল আযহা, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সকল মহলকে নজর দিতে হবে। জেলায় যে সকল উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর, ইশানবাবাল এবং চরভৈরবী এলাকা রক্ষার সক্রিয় থাকতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক আয়শা আক্তারের পরিচালনায় বক্তব রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর জেলা সিভিল সার্জন রথিন্দ্র নাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহিন প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর পরিষদের মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি অন্যান্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ০৮ : ১৯ পিএম, ২০ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply