Sunday, 15 March, 2015, 04:28:33 PM
চাঁদপুর টাইমস.কম:
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ- ভারত ম্যাচ নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি করছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশকে তাচ্ছিল্য করা মুল লক্ষ্য। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিতক সৃষ্টি করছে দেশটির বিজ্ঞাপন বিতর্ক নির্মাতারা।
পেপসি পানীয় নিয়ে- বাংলাদেশ ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে মওকা মওকা নামে একটি বিজ্ঞাপন বানিয়েছে ভারত। এই বিজ্ঞাপনে দেখা যায়- ‘বুকে ইন্ডিয়া লেখা এক ছেলের বাসায় কলিংবেল বাজছে।
ছেলেটি দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাতে পূজার ফুল ও প্রসাদ। তারপর বুকে ইন্ডিয়া লেখা ছেলেটি তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সেখানে একটি বিশ্বমানচিত্র আছে যেখানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা
” 1971, India created Bangladesh” অর্থাৎ ১৯৭১ সালে বাংলাদেশকে ইন্ডিয়া তৈরী/স্বাধীন করেছে
এটা দেখার পর বুকে বাংলাদেশ লেখা ছেলেটা ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।’
মূলত বাংলাদেশ বনাম ভারতের কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশকে অপমানিত করার জন্যই এই বিজ্ঞাপন বানিয়ে ইউটিউবে ছেড়েছে ভারতের পেপসি কোম্পানি। বিজ্ঞাপনটি হলো
আর এই নিয়েই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেশপ্রেমিক বাংলাদেশীরা কিছুতেই মানতে পারছে এই অপমানজনক বিজ্ঞাপন।
দেখুন সেই বিজ্ঞাপনটি
https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur