Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / জুয়ার দায়ে হাজীগঞ্জে ৭ জনকে জেল-জরিমানা
জুয়ার দায়ে হাজীগঞ্জে ৭ জনকে জেল-জরিমানা

জুয়ার দায়ে হাজীগঞ্জে ৭ জনকে জেল-জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সাত জুয়াড়ীকে শুক্রবার (১৮ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর বাজারের দক্ষিণ মাথা কবর স্থান থেকে জুয়া খেলা অবস্থায় আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ জরিমানা করেন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান, মো. মাঈনুদ্দীন আহমেদ ও এ এসআই রনি বড়–য়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুয়াড়ীকে আটক করে।

আটকৃতরা হলেন, আহম্মদপুর গ্রামের আ.ছোবহানের ছেলে আজাদ হোসেন, মোহাম্মদপুর গ্রামের আম্বর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রামের আবদুল মান্নানের ছেলে ইউছুফ, মৃত আবদুল মতিনের ছেলে আবদুল হান্নান, আবদুল খালেকের ছেলে আবদুল ছোবহান, আবুল হোসেনের ছেলে আবু বকর ছিদ্দিক, ৫নং সদর ইউনিয়নের আবুল বাড়ির ইসমাইল হোসেনের ছেলে মোক্তার হোসেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে আসামীদেরকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টে পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৯ : ৫০ পিএম, ১৯ আগস্ট ২০১৭, শনিবার
এইউ

Leave a Reply