বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা । শুক্রবার (১৮ আগস্ট) সন্ধায় চাঁদপুর প্রেসক্লাবের শুভেচ্চা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী ।
এ সময় কেন্দ্রীয় কমিটির সেক্রেটারিকে চাঁদপুর প্রেসক্লাব ও ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্চা উপহার তুলে দেয়া হয়।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী, সংগঠনের সহ-সভাপতি মিজান লিটন, জামাল হোসেন আখন্দ, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আলমগীর, কার্যকরী কমিটির সদস্য কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম অনিক প্রমুখ ।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক শেখ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মানিক দাসসহ বিভিন্ন পত্রিকার ফটোগ্রাফারবৃন্দ।
দপুর প্রেসক্লাবের সভাপতির সাথে কেন্দ্রীয় কমিটির সেক্রেটরি গোলাম মোস্তফার আলাপকালে তিনি উপস্থিত ফটোগ্রাফারদের সামনে ঘোষণা দেন ঈদের পরেই চাঁদপুর জেলার ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে ৩ দিনব্যািী কর্মশালার আয়োজন করা হবে ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ১৮ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur