Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
child marrige

মতলব দক্ষিণে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে শুক্রবার (১৮ আগস্ট) বাল্য বিয়ে থেকে রক্ষা পেল আধারা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৫ বছর ৮ মাস।

দাউদকান্দির উপজেলার কাউয়াদী গ্রামের জনৈক ছেলের সাথে বিয়ে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম বাল্য বিয়ের সংবাদটি পাওয়ার সাথে সাথে তিনি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করলে মতলব দক্ষিণ থানার এএসআই জামাল ঘটাস্থলে গিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নে ৯ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে হচ্ছে সংবাদ দিলে আমি তাৎক্ষণিক মতলব দক্ষিণ থানার অফিসার ইনর্চাজ মো. কুতুব উদ্দিনকে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করলে তিনি পুলিশ পাঠিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেয়।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ ১১ : ৩৫ পিএম, ১৮ আগস্ট ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply