চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকীতে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে কোরআনখানী, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল , জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলহাজ আ. রশিদ সর্দার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বাস্কেটবল খেলোয়াড় হানিফ পাটওয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওয়ালি উল্যা অলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহির পাটওয়ারী, শরীফ মো. আশ্ররাফুল হক, ডা. মিজানুর রহমান, শাহজাহান তালুকদার সাহা, আবু নাসের পাটওয়ারী বাচ্চু, জেলা ক্রিকেট কোচ শামিম ফারুকী, ক্রিকেট কোচ নজরুল ইসলাম, সাবেক ফুটবলার ইউছুফ বকাউলসহ বিভিন্ন ক্লাবের কর্মকতা , খেলোয়াড় ও মুসল্লিগণ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল হোসেন।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ১৮ আগস্ট ২০১৭, শুক্রবার
এইউ