চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘ব্র্যান্ডিং নিয়ে অন্য জেলাকে কটাক্ষ করা যাবে না। ফেসবুকে যদি কেউ অন্য জেলার ব্র্যান্ডিং নিয়ে কটাক্ষ করে তাহলে প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরের বদনাম হবে। আমাদেরকে বুঝতে হবে, অন্য জেলাগুলো তাদের ব্র্যান্ডিং বাস্তবায়ন করতে আমাদের অনুসরণ করে।’
রোববার (১৩ আগস্ট) আইসিটি ডিভিশন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক তাঁর বিদেশ সফরে অভিজ্ঞতার চিত্র তুলে ধরে বলেন, ‘যুগ পরিবর্তন হয়েছে, এখন তথ্য প্রযুক্তির যুগ। অনেক কিছুর পরিবর্তন ঘটছে। চাঁদপুরে মানুষ তাদের জেলাকে নিয়ে বেশি সুনাম করায় দেশ-বিদেশে চাঁদপুরের ব্যাপক পরিচিতি বাড়ছে। তবে মনে রাখতে হবে ব্র্যান্ডিং মানেই তাড়াতাড়ি জেলার সব কিছুর চিত্র একবারে সোনায়-সোহাগা হয়ে যাবে তা কিন্তু নয়। মানুষের চিন্তা-ধারা পরিবর্তন আনতে হবে। গঠনমূলক সমালোচনা করতে হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘চাঁদপুরে আইটি কর্মীরা ফেসবুকে চাঁদপুরকে নিয়ে ব্যাপক ভালো কিছু লিখেছে, সিটিজেন জার্নালিজম ফেসবুক গ্রুপে জেলা অনেক সমস্যার চিত্র তুলে ধরছেন, সেগুলো আমরা পর্যবেক্ষণ করি তৎক্ষনাৎ সমাধানের চেষ্টা করি। আগে সরকারি কর্মকর্তারা কোনো বিষয় সমাধান করতে দাফতরিক কিছু নিয়ম-নীতির চাপে পড়ে অনেক বিলম্ব হতো, এখন কিন্তু তা আর হচ্ছে না। অনেক কিছুর পরিবর্তন হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সদর তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুরুনুর রশিদ, এলইডিপি গ্রাফিক ডিজাইনের ট্রেইনার জাহাদুল ইসলাম, দেলোয়ার হোসাইন, ফ্রিল্যান্সার এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মুহাম্মদ ইমরান, মুহাম্মদ আল-আমিন, মহিলা সম্পাদিকা সানজিদা নাসরিন প্রমুখ।
এর আগে ফ্রিল্যান্সাররা জনপ্রশাসন পদকে ভূষিত জেলা প্রশাক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০: ১০ পিএম, ১৩ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur