ষোড়শ সংশোধনী রায় নিয়ে বিএনপি-জামায়াতের তৎপরতা ও রায়ে ‘অযাচিত আপত্তিকর মন্তব্য’করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
রোববার (১৩ আগস্ট) দুপুরে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.বিনয় ভূষণ মজুমদার।
সাবেক সভাপতি অ্যাড.জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.মজিবুর রহমান ভূঁইয়া,অ্যাড.আলহাজ্ব মোবারক হোসেন,অ্যাড.বদিউজ্জামান কিরণ,অ্যাড.হেলাল উদ্দিন ও অ্যাড.শাহ আলম।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.সাইয়েদুল ইসলাম বাবু,অ্যাড.জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাড.জাহিদুল ইসলাম রোমান,অ্যাড.হাবিবুর রহমান লিটু,অ্যাড.দেবাশীষ কর মধুসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আগামী ১৬ ও ১৭ আগস্ট আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক
আপডেট,বাংলাদেশ সময় ৬ : ২৫ পিএম,১৩ আগস্ট ২০১৭,২০১৭
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur