Home / সারাদেশ / কচুয়ায় কেআইডিপি চেকের ৭ লাখ টাকা বিতরণ
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

কচুয়ায় কেআইডিপি চেকের ৭ লাখ টাকা বিতরণ

চাঁদপুরের কচুয়ায় বেসরকারি সংস্থা পিইপি/কেআইডিপি’র আওতায় রাস্তার অংশীদারদের (উপকারভোগী) মাঝে চেক বিতরণ করা হয়েছে।

কেআইডিপি কচুয়া শাখার আয়োজনে শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংস্থার প্রধান উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি হিসেবে ৬৫ জন উপকারভোগী সদস্যের মধ্যে ৭ লাখ ৪০ হাজার ৬শ ১৩ টাকার চেকের অর্থ বিতরণ করেন।

সংস্থার সদস্য দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও কেআইডিপি কচুয়া শাখা ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ ও পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূইয়া এলএলবি।

প্রসঙ্গত, কেআইডিপি’র আওতায় উপজেলার আশারকোটা, নয়াকান্দি, দোয়াটি, সেঙ্গুয়া, বক্সগঞ্জ, তিলিকিয়াভিটা ও পালাখাল গ্রামের ৬৫ জন সদস্যদের মাঝে ৪ লক্ষ ৬৮ হাজার ১শ ৯৩ টাকা বিতরণ করা হয়।

এছাড়া কেআইডিপির আওতায় ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ ১ লাখ ৩৬ হাজার ২শ ১০ টাকার চেক গ্রহণ করেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ২: ৪০ পিএম, ১২ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply