বৃষ্টিতে ভিজে শৈশবের স্মৃতিকে স্মরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে বৃষ্টিতে ভিজে পরিবার সদস্যদের সাথে নিয়ে জাহি জাল দিয়ে মাছ ধরতে গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের নিজ পুকুরে নেমে পড়েন তিনি।
গ্রামীণ জনপদ থেকে অনেকটা হারিয়ে যাওয়া এ দৃশ্যকে দেখতে অনেক নেতাকর্মী পুকুরপাড়ে এসে ভিড় জমান।
এসময় গ্রামে বয়োবৃদ্ধ শ্রেণির অনেকেই বলতে থাকেন মন্ত্রী মহোদয় গ্রামের পুরোনো ঐতিহ্যকে তুলে ধরেছেন।
উপস্থিত নেতকর্মীরা দৃশ্যটি অনেকেই উপভোগের পাশাপাশি তাদের মুঠোফোন ক্যামেরায় ধারণ করেন।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ ১১: ৪০ পিএম, ১১ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur