চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যলয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা এইচডি মিডিয়া ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর জেলা এইচডি মিডিয়া ক্লাব গঠনে জেলা তথা অফিসে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো: নুরুল হক।
উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে জেলা এইচডি মিডিয়া ক্লাবের সভাপতি কাজী শাহাদাত সাধারণ সম্পাদক বি এম হান্নানকে মনোনিত করা হয়।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা, মধ্যম আয়ের দেশ বিনির্মাণে দক্ষতা ও কর্মসংস্থানের প্রসার, সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা এবং জেলার ব্র্যান্ডিং প্লাটফর্ম তৈরির লক্ষ্যে ‘হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া’(এইচডি মিডিয়া ক্লাব) ক্লাব কাজ করছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রবীণ সাংবাদিক প্রফেসর মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশ বেতারের চাঁদপুর প্রতিনিধি অধ্যাপক আহছানুজ্জামান মন্টু, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, মাতৃপীঠ মিত্র বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা খালেদা খানম, চাঁদপুর জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সুশীল সমাজের প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি জি এম শাহীন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক আল ইমরান শোভন, স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবু, লেখক কাদের পলাশ, চাঁদপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী লিপি আক্তার, চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মো. মামুন হোসেন, উন্নয়নকর্মী মো: অনোয়ারুল হক ও সমাজকর্মী শেখ আল মামুন।
জেলা তথ্য অফিসার মো: নুরুল হক জানান, এইচডি মিডিয়ার মূল লক্ষ্য বাস্তবায়নের জন্যে ৩৬০ ডিগ্রি যোগাযোগ(টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্ট মিডিয়ায় আন্ত:সম্পর্কিত যোগাযোগ মাধ্যম) কাজে লাগিয়ে দেশব্যাপি উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের পরিকল্পনা নিয়েছে সরকার।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৮: ২০ পিএম, ৯ আগস্ট ২০১৭, বুধবার
ডিএইচ