বন বিভাগের কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদের কোন অনুমোতি না নিয়ে প্রকাশ্যে সড়কের গাছ কাটছে স্থানীয় প্রভাবশালী চক্র।
শনিবার (৫ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহরাস্তি উপজেলার ওয়ারুক থেকে হাজীগঞ্জের জগন্নাতপুর সড়কের পাশে একাদিক গাছ কেটে নিয়েছে স্থানীয়রা। আর এসব অনিয়ম দেখার বা প্রতিবাদ করার যেন কেউ নেই।
ওয়ারুক মজুমদার বাড়ী সংলগ্ন বজলুর রহমানের ছেলে নয়ন মিয়া স্থানীয় মোশারফ হোসেনের কাছে কয়েকটি গাছ বিক্রি করেছে। বিক্রিত গাছ মোশারফ তার লোকজনকে দিয়ে প্রকাশ্যে কর্তন করে নিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন ও যাত্রীরা গাছ কর্তনের দৃশ্য দাড়িয়ে দেখছে কিন্তু কিছু বলতে পারছে না।
এ বিষয়ে মোশারফ হোসেনের লোকজনের কাছে জানতে চাইলে তারা জানায় আমরা বদলা দেই।গাছ কেনা বেছার বিষয়ে কিছু বলতে পারবো না। খোজ নিয়ে জানা যায় গাছ ক্রেতা ও বিক্রেতা কেউই বাড়ী ছিল না।
স্থানীয়রা বলেন, ‘আমরা কিছু বলতে পারছি না তাদের হাত অনেক লম্বা। পারলে গাছগুলো কাটা বন্ধের ব্যবস্থা গ্রহন করুন।’
হাজীগঞ্জ বন বিভাগের লোকদের সাথে আলাপ করলে তারা বলেন, ‘ওই স্থান শাহরাস্তি উপজেলায় পড়েছে,তবে এগুলো সড়ক বিভাগের গাছ এটা সত্য। তবে বিষয়টি শাহরাস্তি অফিসে জানাইতেছি।’
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১: ৩০ পিএম, ৫ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur