চাঁদপুর খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সোমবার দুপুর ২ থেকে ৩ টা পর্যন্ত অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।
বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোড এলাকার হাবিবা ও সাদিয়া আইসক্রীম কারখানা ও পাল বাজারের সস ব্যবসায়ী সালামত খানের দোকানে এ অভিযান পরিচালিত হয়।
এসময় এসব প্রতিষ্ঠানে থাকা বিপুল পরিমাণ বিষাক্ত ক্যামিক্যাল যুক্ত পণ্য বিনষ্ট করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অফিস সহকারী কাম অপারেটর মোঃ ইউসুফ মিয়া চাঁদপুর টাইমসকে জানায়, শহরের বাসস্টেন্ড স্বর্ণখোলা রোড এলাকার হাবিবা আইসক্রীম ফেক্টরী কে ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিষাক্ত ক্যামিকেল স্থানীয়দের উপস্তিতিতে বিনষ্ট করা হয়। একই অপরাধে ঐ এলাকার সাদিয়া আইসক্রীমকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাল বাজারের ব্যবসায়ী সালামত খানের দোকানে নিন্ম মানের সস বিক্রয় করায় ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক দেবাশীষ রায় জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাঁদপুর মডেল থানার এ এস আই সোহাগ ও সংঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ]মাজহারুল ইসলাম অনিক[/author] : আপডেট ৯:৩৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur