জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন ৫ আগস্ট শনিবার (৫ আগস্ট) সকাল থেকে শুরু করে দিনভর চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাসস্ট্যান্ড,লঞ্চঘাটে,ফেরিঘাট,রেলস্টেশনসহ সদর উপজেলার ইউনিয়ন,ওর্য়াডের কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক।
অন্যান্য কর্মসূচির মধ্যে সিনেমা শো,পথ প্রচার ও মনিটরিং করা হয়। সিনেমা শো,পথ প্রচার করেন চাঁদপুর জেলা অফিসের দায়িত্বরত ঘোষক মো.নজরুল ইসলাম ও মনিটরিং করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক।
এ সময় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জন্য শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে,১ আগস্ট থেকে ৪ আগস্ট জেলার ৮ উপজেলার গুরুত্বপূর্ণ বাজার,সড়ক ,ইউনিয়ন, ওর্য়াডসহ বিভিন্ন এলাকায় এ প্রচার কার্যক্রম চালানো হয়।
প্রতিবেদক: আনোয়ারুল হক
: আপডেট,বাংলাদেশ সময় ৯ : ২০ পিএম,৫ আগস্ট ২০১৭,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur